২৪ মে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাবনা

পবিত্র ঈদুল ফিতর চাঁদ দেখার ওপর নির্ভরশীল। শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তবে টাইমঅ্যান্ডডেট ডটকম (timeanddate.com/)-এ বাংলাদেশে ২৪ মে পবিত্র ঈদুল ফিতরের তারিখ দেখানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে। শনিবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে রোববার ২৪ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

তবে মিসরে অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজের জাতীয় কেন্দ্রের প্রধান জাদ আল-কাজী দেশটিতে ২৪ মে রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে জানিয়েছেন। এ দিকে দেশটিতে ২৩ মে শনিবারই ৩০ রমজান পূর্ণ হবে। তবে দেশটিতে ২৯ রমজান শুক্রবার চাঁদ দেখার সম্ভাবনা নেই বিধায় ২৪ মে রবিবারই ঈদ হবে বলে জানিয়েছেন জাদ আল-কাজী।

আগামী শনিবার ২৯ রমজান পূর্ণ হবে। ২৩ মে মোতাবেক ২৯ রমজান বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে ২৪ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর ২৩ মে চাঁদ দেখা না গেলে সেক্ষেত্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর সেক্ষেত্রে ঈদ পালিত হবে ২৫ মে সোমবার।

এ ছাড়া টাইমঅ্যান্ডডেট ডটকম (timeanddate.com) তাদের সাইটে বাংলাদেশে ২০২০ সালের ঈদুল ফিতরের তারিখ দেখিয়েছে ২৪ মে আর ২০২১ সালের ঈদুল ফিতর ১৩ মে হবে বলেও উল্লেখ করেছে।

এ সাইটটিতে ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৭ বছরের ডেট নির্ধারণ করেছে। গত বছর (২০১৯) তাদের নির্ধারিত ঈদুল ফিতরের তারিখ ছিল জুন। আর ৫ জুনই গত বছর ঈদুল ফিতর পালিত হয়েছে।