রাজশাহীতে মার্কেটমুখী হওয়ার চেষ্টায় ক্রেতাদের শাস্তি ও জরিমানা

বৈরী আবহাওয়ার মধ্যেও কেনাকাটা করতে সকালে থেকেই রাজশাহী নগরীর মার্কেটমুখী হওয়ার চেষ্টা করেন ক্রেতারা। এছাড়াও দোকান খুলে দেখাতে চেষ্টা করেন ব্যবসায়ীরা।
প্রশাসনের কড়া পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয় তাদের। এসময় ব্যবসায়ীসহ অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড় আম্ফানে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ মে
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে রোপনকৃত গাছ বিনষ্ট, থানায় অভিযোগ

প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়। পাশাপাশি মার্কেটে যাওয়ার চেষ্টা করায় ক্রেতাদেরকেও জরিমানা করা হয়। শাস্তি হিসেবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাখা হয় মার্কেট মুখিদের। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, রাজশাহী নগরীতে প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকানপাট খুললেই ব্যবস্থা গ্রহন করা হবে।

এছাড়াও অযথা রাস্তায় বের হওয়া পথচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনাভাইরাস বিস্তার রোধে যা যা করার দরকার পুলিশ প্রশাসন তাই করবে বলেও জানান ওসি।

মে ২১, ২০২০ at ১৯:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি