পলাশবাড়ীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৩, আহত ১০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের জুনদহ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বৃহপতিবার সকালে রড বোঝাই একটি ট্রাক উল্টে গিয়ে ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ খবর লেখা পর্যন্ত নিহত ও আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রডবোঝাই একটি ট্রাকের উপরে বসে ১৫ জন যাত্রী ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলো। পথে পলাশবাড়ী উপজেলা সদরের জুনদহ এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে যায়। এ সময় ওই ট্রাকে থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে। ড্রাইভার, হেলপারসহ ইঞ্জিন রুমে থাকা ব্যক্তিরা সামান্য আহত হয়ে পালিয়ে গেলেও পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুপুরে উদ্ধার অভিযানে রডগুলোর নিচ থেকে একে একে ১৩ জনের লাশ বের করা হয়।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড় আম্ফানে ১ হাজার ১০০ কোটি টাকার ক্ষতি
এসএসসি ও সমমান পরীক্ষার ফল ৩১ মে
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে রোপনকৃত গাছ বিনষ্ট, থানায় অভিযোগ

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান দেশ দর্পণকে জানান, সকাল ৮টায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে বৃষ্টির মধ্যেই উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় রডের নিচ থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।

মে ২১, ২০২০ at ১৯:৪৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসবি/এএডি