শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে রোপনকৃত গাছ বিনষ্ট, থানায় অভিযোগ

বগুড়ার শিবগঞ্জে জমা নিয়ে বিরোধ, প্রতিপক্ষ কর্তৃক রোপনকৃত গাছ উপরে ফেলায়, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের খরপা গ্রামের আলী আহম্মদ এর ছেলে মোত্তালেব তার পিতার নির্দেশে ২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় পৈত্রিক সম্পত্তিতে গাছ গালাতে যায়। এসময় একই গ্রামের প্রতিপক্ষ সাইদুর রহমান মন্ডলসহ ৯ জনের একটি সংবদ্ধ দল দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায়।

আরো পড়ুন :
রায়পুরে কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উপহার সামগ্রী বিতরণ
রাণীশংকৈলে করোনা যুদ্ধে জয়ী ৩ জনকে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ও অর্থ প্রদান
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে শিবগঞ্জে কৃষকের ব্যপক ক্ষতি সাধন

এসময় মোত্তালেব প্রাণ ভয়ে পালিয়ে যায়। প্রতিপক্ষরা রোপনকৃত ৫০টি গাছ উপরে ফেলে বিনষ্ট করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মে ২১, ২০২০ at ১৮:৪১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি