শিবগঞ্জে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে ৩জন আহত, থানায় মামলা

বগুড়ার শিবগঞ্জে কৃষকের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে উপজেলার বত্রিশ গ্রামের কৃষক ছামছুল হক তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত বসত বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ কাজ করতে গেলে একই গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ আলম মিয়াসহ ১৫/২০ জন হাতে লাঠি-শোটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

আরো পড়ুন :
লালপুরে আম্পানের তান্ডবে আম, লিচুসহ কৃষিতে ব্যাপক ক্ষতি
আম্পানের আঘাতে কাজিপুরে গাছ চাপায় নিহত ১
২০ ঘন্টা পর বিদ্যুৎ পেয়েছে যশোরের মানুষ : ব্যাপক ক্ষয়-ক্ষতি : নিহত ৩

এসময় আমিনুল ইসলাম, সোহাল ইসলাম ও সিহাব উদ্দিন মারাত্বক আহত হয়। এব্যাপারে কৃষক ছামছুল হক বলেন, আমাদের বসত বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষরা হঠাৎ হামলা করে মারপিটের ঘটনা ঘটনায়। তিনি আরো বলেন, সম্প্রতি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ বিষয়ে সমোঝতা করে দিলেও প্রতিপক্ষরা পুনরায় সংঘাতের পথ বেঁচে নেয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

মে ২১, ২০২০ at ১৭:৫২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএম/এএডি