২০ ঘন্টা পর বিদ্যুৎ পেয়েছে যশোরের মানুষ : ব্যাপক ক্ষয়-ক্ষতি : নিহত ৩

দীর্ঘ ২০ ঘন্টা পর বিদ্যুৎ পেলো যশোরের মানুষ। ঘূর্ণিঝড় আম্পানে যশোরে ব্যাপক ক্ষতি হয়েছে। এত দীর্ঘস্থায়ী ঝড় এর আগে এ জেলা দিয়ে বয়ে যায়নি। পাঁচ ঘণ্টাব্যাপী এ ঝড়ে ঘরের উপর গাছ পড়ে যশোরের চৌগাছায় মা ও মেয়ে এবং শার্শা এক ভ্যানচালক নিহত ও বিভিন্ন উপজেলায় অর্ধশত আহত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতাল থেকে তিন শিশুসহ চিকিৎসা নিয়েছে ১১ জন।

আরো পড়ুন :
করোনা : দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭৩ জন
কলম সৈনিক ‘ঈদ সংখ্যা ২০২০’ এখন বাজারে
ব্যতিক্রমী আয়োজনে ঈদ মাতাবে ইত্যাদি

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে শুরু হয় আম্পানের প্রভাবে ঝড় ও বৃষ্টি। রাত ১০টা থেকে এর তীব্রতা বাড়তে থাকে। ১০টায় ঝড়ের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ছিল ১০৪ কিলোমিটার, রাত ১২টায় তীব্রতা বেড়ে হয় ১৩৫ কিলোমিটার। রাত পৌনে ২ টায় ঝড়ের গতিবেগ কিছুটা স্থিমিত হয়। কিন্তু বৃহস্পতিবার সকালেও ঝড়ো হাওয়ার সাথে ছিল মৃদু বৃষ্টি।

জেলা কৃষি অফিস জানিয়েছে ঝড়ের আগে কৃষক ধান ঘরে তুলতে পারলেও সবজি ও আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসক জানান, সমগ্র জেলার ক্ষতি এখনও নিরুপণ করা সম্ভব হয়নি। কাজ চলছে। তবে ঘর বাড়ি গাছ ভেঙে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।

মে ২১, ২০২০ at ১৪:৫৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএমএফ/এএডি