কলম সৈনিক ‘ঈদ সংখ্যা ২০২০’ এখন বাজারে

সিরাজগঞ্জ জেলায় এবারই প্রথম বাজারে এসেছে জনপ্রিয় গণমাধ্যম দৈনিক কলম সৈনিকের ঈদ সংখ্যা ২০২০। এতে রয়েছে প্রবন্ধ, গল্প, কবিতা, রহস্য গল্প, ইতিহাস, সংস্কৃতি, সাক্ষাৎকার, বিনোদন, তথ্যপ্রযুক্তিসহ নানা আয়োজন।

ঈদ সংখ্যা নিয়ে কলম সৈনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, ‘প্রথম বারের মতো কলম সৈনিক ঈদ সংখ্যা প্রকাশ করেছে। সিরাজগঞ্জের জ্ঞানী-গুণীজনসহ জনপ্রিয় লেখকদের নান্দনিক লেখায় সাজানো হয়েছে ঈদ সংখ্যাটি। আশা করি পাঠকদের পছন্দের লেখাগুলো এখানে পাবেন।’ ঈদ সংখ্যাটি হতে পারে আপনার প্রিয়জনের জন্য ঈদের সেরা উপহার।’ চাররঙা ছাপায় ১১২ পৃষ্ঠার ব্যতিক্রমী ঈদ সংখ্যাটি সুদৃশ্য ম্যাগাজিন মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন :
ব্যতিক্রমী আয়োজনে ঈদ মাতাবে ইত্যাদি
খুলনায় প্রায় অর্ধলাখ মানুষের ঠাঁই এখন খোলা আকাশের নিচে
ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব

বর্ণিল ঈদ সংখ্যায় লিখেছেন-ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, মোহাম্মদ আব্দুল হামিদ, ফজল-এ-খোদা লিটন, রণজিৎ সরকার, গাজী সৈয়দ শুকুর মাহমুদ, মোঃ আব্দুল আজিজ সরকার, এইচ এস সরোয়ারদী, এম এ হাছান রেজা মানিক, অধ্যক্ষ মোহাম্মদ সামছুল আলম, আমিনুল ইসলাম মল্লিক, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, স্বপন চন্দ্র দাস, ইউসুফ দেওয়ান রাজু, রাশিদুল কবির খোকন, অধ্যাপক আঃ হাকিম আকন্দ, এম এ জি তালুকদার, আবদুল জলিল, ডাঃ মোঃ আমজাদ হোসেন লাকী, শিক্ষক মোঃ আফছার আলী, ব্যাংকার আবুল হোসেন প্রমুখ।

মে ২১, ২০২০ at ১৩:৫১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/এএডি