নবীনগরে আওয়ামীলীগ নেতার ৩ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় দুস্থ ও অসহায় ৩ হাজার পরিবারের মাঝে নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য নবীনগরের কৃতিসন্তান এ্যাডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড় আমপান এখন স্থল নিম্নচাপ, সতর্ক সংকেত কমল
তাহিরপুরে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে হয়রানি করার অভিযোগ বিকাশ এজেন্ট তপনের বিরুদ্ধে
রাণীশংকৈলে বেতন-ভাতার দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান ধর্মঘট

বুধবার(২০ মে) দুপুরে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধনের সময় তিনি বলেন, করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। এসময় একজন মানুষও যেন না খেয়ে থাকে সেই জন্য প্রশাসনসহ আমরা নেতৃবৃন্দ আপনাদের পাশে আছি। আমি আপনাদের পাশে আছি সারাজীবন থাকবো। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র এড.শিব শংকর দাস। উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. হাবিবুর রহমান, যুবলীগ সভাপতি সামসুল আলম, সেক্রেটারী আশ্রাফুল ইসলাম রিপন, কাউন্সিলর গনিচান মকসুদ, ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম রাজিব, মাঞ্জু ও রফিকুল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল দেয়া হয়।

মে ২১, ২০২০ at ১১:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমই/এএডি