ঘূর্ণিঝড় আমপান এখন স্থল নিম্নচাপ, সতর্ক সংকেত কমল

ঘূর্ণিঝড় আম্পান বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সতর্ক সংকেত কমিয়ে এনেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বৃহস্পতিবার সকাল ৯ টায় বলেন, “আম্পান এখন স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। দেশের সমুদ্র বন্ধরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।”

আরো পড়ুন :
তাহিরপুরে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে হয়রানি করার অভিযোগ বিকাশ এজেন্ট তপনের বিরুদ্ধে
রাণীশংকৈলে বেতন-ভাতার দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান ধর্মঘট
আমফানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মৃত্যু অন্তত ১৮

অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূলের কাছাকাছি চলে আসার পর বুধবার সকালে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরেও ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছিল বাংলাদেশের আবহাওয়া অফিস।

উপকূলীয় জেলার দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১০-১৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছিল।

মে ২১, ২০২০ at ১১:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিডিএন/এএডি