কৃষকের ধান কেটে সহযোগিতা করলো শেরপুর পলিটেকনিক ছাত্রলীগ

‘‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’’ এ স্লোগানকে সামনে রেখে প্রতিদিনের ন্যায় রক্তচোষা জোকের ভয়কে জয় করে, আবারো মাঠে বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর জেলার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা।

প্রখর রোদে পুড়ে, মাথার ঘাম পায়ে ফেলে, অসহায় কৃষকের ডাকে সাড়া দিয়ে দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে মানবিকতার পাশে একদল মুজিবসেনা। তারা আবারো প্রমাণ করে দিলো বাংলাদেশ ছাত্রলীগ পথ দেখায়, আর মানুষ সে পথে হাটে।

আরো পড়ুন :
লালপুরে আরো ১ জনসহ করোনায় আক্রান্ত ৩
যশোরে অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা
রাজশাহীতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সেনাবাহিনী

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সকল পরিশ্রমী ছাত্র নেতারা মঙ্গলবার শেকড়ের টানে ছানাউল্লাহ হক কৃষক এর পাশে দ্বিতীয় দিনের কার্যক্রমে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ ছাত্রলীগ এর কর্মসূচী বাস্তবায়নে শেরপুর জেলা ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি Shoaib Hasan Shakil ও সাধারণ সম্পাদক Rezaul Karim Reza নির্দেশে অষ্টিমতলা কবরস্থানরে পাশে একজন অসহায় প্রান্তিক কৃষকের ৪০ (চল্লিশ) শতাংশ জমির পাকা ধান কেটে পৌছে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলো ৷

জোকের কামড়ে ও প্রচন্ড রোদে পলিটেকনিক ছাত্রলীগের কর্মীদের থামিয়ে রাখতে পারেনি, তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন শেরপুরের পলিটেকনিক ছাত্রলীগ ৷ এ প্রসংগে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগ, শেরপুর জেলার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি হাসানুর রহমান বলেন আমরা জননেত্রী শেখ হাসিনা ও শেরপুর জেলা ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আমাদের ধান কাটা কর্মসূচী চলমান আছে ও থাকবে এবং সেই সাথে তিনি পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানান ৷

মে ১২, ২০২০ at ২১:৩০:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি