রাজশাহীতে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্যসেবা দিচ্ছেন সেনাবাহিনী

করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে গত ১৪ এপ্রিল থেকে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে অনেক সাধারণ মানুষ হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে পারছেন না।

আর এ সংকট চলাকালীন সময় চিকিৎসাবঞ্চিত এসব মানুষের পাশে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী ।

আরো পড়ুন :
রাজশাহী বিভাগে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ২৪৯
যে ভাবনার গভীরে যাওয়া হয়নি
পাইকগাছায় চিংড়ীর দাম নিয়ে বিপাকে চাষীরা

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন চিকিৎসাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দিয়েছেন। একইসঙ্গে এসব সেবাগ্রহণকারী রোগীদের বিনামূল্যে ওষুধ ও নানা স্বস্থ্যগত পরামর্শ দিচ্ছেন তারা।

এ বিষয়ে ১১পদাতিক ডিভিশনের ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে থাকা সেনা সদস্য জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশে মেডিক্যালসেবায় নিয়োজিত আছি। গতকাল মঙ্গলবার রাজশাহী সদরে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় ৬২জন মানুষকে মেডিক্যালসেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে। এছাড়া সঠিক নিয়মে হ্যান্ড ওয়াস করাসহ নানা ধরনের চিকিৎসা পরামর্শও দেয়া হয়েছে।

দুর্যোগকালীন সময়ে জরুরি ভিত্তিতে মানুষকে সেবা দিয়ে থাকে সেনাবাহিনী। সেই আলোকে দেশের এই দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন সপ্তাতে ১দিন করে রাজশাহীতে গত ২৮ মার্চ থেকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। যা অব্যহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এদিকে, সাধারণ মানুষ এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে যেয়ে নানা ধরনের চিকিৎসা ও পরামর্শ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, হাতের কাছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসাকেন্দ্র পাওয়ায় চিকিৎসাসেবা নিয়েছি। তারা যত্নসহকারে চিকিৎসা ও পরামর্শা দিয়েছে। এটি যেন আমাদের সাধারন মানুষের কাছে আশির্বাদ হয়ে এসেছে বলেও জানান তারা।

মে ১২, ২০২০ at ২০:২৭:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি