রাবি এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সোমবার আক্রান্ত শিক্ষার্থী নিজেই এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার তার বাবা করোনা আক্রান্ত হন। গত কয়েকদিন থেকে জ্বর, গলা ব্যথা নিয়ে অসুস্থ ছিলেন তিনি। পরবর্তীতে গতকাল পরিবারের আরো ৩ সদস্য আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে করোনা পরীক্ষা করান৷ এতে ওই শিক্ষার্থীর নমুনা পজিটিভ আসলেও তার মা ও বড় ভাইয়ের করোনা নেগেটিভ এসেছে।

আরও পড়ুন:
রূপগঞ্জ থানার ৯ পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত
যবিপ্রবির শিক্ষক লাঞ্ছিত : ১৭ দিনেও বিচার পাননি
ক্ষুধা মেটাতে মৃত্যু, মৃত্যু ঠেকাতে ক্ষুধার্ত ?

ওই শিক্ষার্থী জানান, রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন।

শিক্ষার্থী বলেন, “বাবার করোনা পজিটিভ হবার পরই আমরা নিজ উদ্যোগে গতকাল করোনা টেস্ট করাই।

আজ সকালে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। বর্তমানে আমি এবং আমার বাবা হাসপাতালে ভর্তি আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবো বলেও জানান ওই শিক্ষার্থী।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, তিনি বিষয়টি জেনেছেন। তিনি শিক্ষার্থীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন।

মে ১১, ২০২০ at ২২:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএস/তআ