মাকে বাঁচাতে এগিয়ে এলেন যবিপ্রবির কেমিকৌশল বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগ পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সানজানা কাদীরের ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে সাহায্যের হাত প্রসারিত করেছে।

কেমিকৌশল বিভাগের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে “কেমিক্যাল ইন্জিনিয়ারিং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফরএভার” ব্যানারে আর্থিক অনুদানের লক্ষ্যে গঠিত এ তহবিল থেকে অসুস্থ্য মায়ের চিকিৎসার জন্য প্রথম ধাপে ২৩ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়েছে।

আরো পড়ুন :
ঔষধ ব্যবসায়ির গলা কাটা মরদেহ উদ্ধার
২ হাজার চিকিৎসককে করোনা হাসপাতালে পদায়ন
পিপুলবাড়ীয়ায় ভুয়া ডাক্তার রিমার প্রতারণায় সর্বশান্ত এলাকাবাসী !

যশোর শহরের কাজীপাড়ায় শিক্ষিকা মা ও ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছোটবোনকে নিয়ে তিনজনের পরিবার সানজানার। মা সবিতা নূর যবিপ্রবির নিকটস্থ আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মা ও সানজানার টিউশনির টাকায় চলে ওদের পরিবার।

কয়েকবছর আগে সবিতা নূর ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা নেবার পর সুস্থ হয়ে উঠেন। কিন্তু কিছুদিন আগে শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়। ডাক্তারগণ তাকে এমআরআই করার নির্দেশ দেন। রিপোর্টে ধরা পড়ে মরনব্যাধি ব্রেইন ক্যান্সার । সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে খুব দ্রুত অপারেশন করানোর নির্দেশ দিয়েছেন।

অপারেশন ও চিকিৎসা বাবাদ কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

মে ১০, ২০২০ at ১৩:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/আরএ/এএডি