কৃষকের ধান কেটে সহযোগিতা করলো পুলিশ

নালিতাবাড়ী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তিন দরিদ্র কৃষকের ৯০ শতক জমির পাকা বোরোধান কেটে দিল থানা পুলিশ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা।

বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নিশ্চিন্তপুর গ্রামের রিকশা চালক আব্দুল জলিল এর ৫০ শতক, বয়স্ক ও দরিদ্র কৃষক নূর ইসলামের ৩৫ শতক এবং সাইফুল ইসলামের প্রায় ৫ শতক জমির পাকা বোরো ধান কেটে দেন তারা।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বৈশ্বিক করোনা মোকাবেলায় জেলা পুলিশ সুপার জনাব আশরাফুল আজীম পিপিএম স্যারের নির্দেশনায় আমরা প্রান্তিক-দরিদ্র কৃষকদের পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি। দরিদ্র কৃষকের পাশে থেকে আমাদের এ ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তৌহিদুজ্জামান রোমানসহ অন্যান্যরা ধান কাটায় অংশ নেন।

মে ০৬, ২০২০ at ১৬:৪৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআর/এএডি