সাতক্ষীরা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে

সাতক্ষীরা বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে, এতে চরম হতাশায় সাধারণ ক্রেতারা।

একদিকে করোনা আতংক অন্যদিকে চলছে রমজান মাস। এরই মধ্যে দিনদিন বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যে দাম বৃদ্ধির প্রতিযোগিতা। ফলে হতাশা পিছু ছাড়ছেনা সাধারণ মানুষের। করোনার প্রেক্ষিতে কর্মহীন মানুষের উপর দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাড়তি কষাঘাত যেনো বিষফোঁড়া। গত দুই সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে দ্বিগুন।

বাজারে ঘুরলে দেখা মেলে ভোগ্য পণ্যের এমন চিত্র। এমনকি দোকানেরসামনে টাঙানো পণ্য তালিকায় দেয়া দামের সাথে সেই পণ্যের দামের মিল নাই, বেশিরভাগ ক্ষেত্রেই দাম অত্যন্ত চড়া। বুধবার (২৯এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়- ৪০ টাকার পেঁয়াজ ৫৫ টাকায়, ২০ টাকার শসা ৫০ টাকায়, দেশী মশুরের ডাল কেজি ৯০টাকা, রসুন সেঞ্চুরি পেরিয়ে পৌছেছে ১৫০ টাকার বেশি, ১৪০ টাকার আদা ৩৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। কয়েকদিন আগে শুকনো মরিচ বিক্রি হতো ৩৫০ টাকায়। বর্তমানে তা ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা বাজারেও প্রতিটি পণ্যের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। ১৮ টাকার আলু বিক্রি হচ্ছে ২৪ থেকে ৩০ টাকায়, ঢেড়শ, টমেটো, বরবটি কেজিতে ৫ থেকে ১০-১৫ টাকা বেড়েছে।

এদিকে, রমজান মাস শুরু হওয়ায় ৫০ টাকার মুড়ি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়, মুদি দোকানগুলোতে ঘুরে দেখা যায়, ইফতার তৈরীর সামগ্রীর দামও বেড়েছে। ৬৫টাকার খেশারী ডাল ১০০ টাকা, ৮০ টাকার বেশন ১২০ টাকা বিক্রি করা হচ্ছে। চালের বাজার তো অসহনীয় পর্যায়ে। ১৩০০ টাকার স্বর্না ২১০০ টাকা, এবং ২৮ চাউল ১৯০০ টাকার চালের বস্তা ২৪০০ টাকায় বিক্রি করা হচ্ছে। খুচরা দোকানদারদের অভিযোগ- আড়তদাররা ও পাইকরী

ব্যবসায়ীদের কাছ থেকে দাম বৃদ্ধিতে কিনতে হচ্ছে বলে তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এপ্রিল ৩০, ২০২০ at ০৯:৩১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএম/এএডি