লোকালয়ে এলো হরিণ, স্বাস্থ্য পরীক্ষার পর অবমুক্ত

সুন্দরবন থেকে একটি হরিণ লোকালয়ে চলে আসে। সোমবার বিকালে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তিতে হরিণের স্বাস্থ্য পরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সূত জানায়, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে কোবাদক বন বিভাগের কর্মকর্তা বেলাল হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সিপিপি ও স্থানীয় জনগনের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন।

জাহাঙ্গীর হোসেন নামের একজন বলেন, বিকালে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় কোবাদক ফরেস্ট অফিসের খবর দেই। পরবর্তীতে বন প্রহরীরা এসে এলাকাবাসী ও সিপিপির সহযোগিতা নিয়ে হরিণটি উদ্ধার করেন নিয়ে যায়।

এ বিষয়ে কোবাদক বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা বেলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তাৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। শরীরে কোন ক্ষত না থাকায় ও হ্নদক্রিয়া স্বাভাবিক থাকায় চোখ গহীন সুন্দরবনের ছেড়ে দেই। সরকারি কাজে সহযোগিতা করার জন্য সিপিপি ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।