সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত, দুই ওয়ার্ড লক-ডাউন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রজব আলী (৬৫) নামে এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় দৌলতপুর ইউপির ৮ ও ৯ ওয়ার্ডকে লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৯ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রন্ত বৃদ্ধ রজব আলী উপজেলার গোফরেখী গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ওই বৃদ্ধসহ বেশ কয়েকজনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে বৃদ্ধ রজব আলীর শরীরে করোনা ভাইরাস পজিটিভ। অন্য সবগুলো রিপোর্ট নেগেটিভ।
তিনি আরো বলেন, নারায়নগঞ্জ থেকে করোনার উপসর্গ নিয়ে এসেছিলেন রজব আলী। জেলায় এই প্রথম করোনা রোগী হিসেবে সনাক্ত হলেন এক জন।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. রহমতুল্লাহ জানান, করোনা সনাক্ত হওয়ায় উপজেলার দৌলতপুর ইউপির ৮ ও ৯ ওয়ার্ডকে লক ডাউন ঘোষনা করা হয়েছে বলে তিনি জানান।