উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের গাড়িতে হামলা : জরিমানা

যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের গাড়িতে এক যুবক ইট নিক্ষেপ করেছে । এ ঘটনায় ওই যুবককে পুলিশ আটক করতে সক্ষম হয়। পরে স্টুডেন্ট পরিচয় জেনে জরিমানা করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি করোনা মোকাবেলার অংশ হিসেবে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চৌগাছা থেকে পাতিবিলার দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে ইছাপুর বটতলা সংলগ্ন সড়কের উপরে একদল যুবক সরকারের নির্দেশনা অমান্য করে জটলা করছিল।

এ সময় তাদের এ জটলায় বাঁধা দিলে এরমধ্যে এক যুবক আমার গাড়ী লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। নিক্ষেপ করা ইটে কারো ক্ষতি হয়নি। এ ঘটনায় পুলিশের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক পৌর শহরের পাঁচনামনা গ্রামের সাইফুল ইসলাম সুমন।

আটকের পর সে ক্ষমা চাই এবং স্টুডেন্ট পরিচয় দেয়। পরবর্তীতে তাকে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। তিনি বলেন, করোনা সমস্যা ও স্টুডেন্ট পরিচয়ের কারনে মানবিকতা দেখানো হয়েছে।