নাগরপুরে তৃতীয় করোনা রোগী শনাক্ত, ৩৬ বাড়ী লকডাউন

টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের (২৪) বছর বয়সী আরও ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে নাগরপুর উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ জন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আক্রান্ত ২৪ বছর বয়সী এই যুবকটি এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির ফ্যাক্টরীতে চাকুরী করতেন। তার সহকর্মী ভূঞাপুরে একজন করোনায় আক্রান্ত হলে সে গত ( ১০ এপ্রিল ) শুক্রবার বাড়িতে আসে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধ্যমে তার নমুনা পরীক্ষার জন্য ঢাকা প্রেরণ করা হলে ঢাকা থেকে রিপোর্ট করোনা পজেটিভ আসে। নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন:
লকডাউন না মানলে ৬ মাসের জেল
করোনা : সিঙ্গাপুরে আরও ৩৭৫ বাংলাদেশি  আক্রান্ত
সর্দি, কাশি, গা গরম? করোনাভাইরাস নয় তো!

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এর নির্দেশে সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্রান্তের বাড়ীর আশপাশের ৩৬টি বাড়ি লকডাউন করে দিয়েছে ।

 

এপ্রিল ১৮, ২০২০ at ১৫:২৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএমকে/তআ