আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর জোয়ারের তোড়ে চার গ্রাম প্লাবিত

খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের চার গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই চার গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/১ নম্বর পোল্ডারের কোলা গ্রামের প্রায় ১২০ ফুট দৈর্ঘ বেড়িবাঁধ হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কোলা, হিজলী এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে ওই চার গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে তার পাশের বেড়িবাঁধটি হঠাৎ করে ভেঙে যায়। বেড়িবাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।