লকডাউন সিলেট

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বারবার নির্দেশ দিয়েও মানুষকে ঘরে রাখতে ব্যর্থ হয়ে পুরো সিলেটকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: করোনা ২৪ ঘণ্টায় প্রাণ নিলো আরও ৩ জনের, নতুন আক্রান্ত ৫৮

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে এখন থেকে সিলেট জেলা থেকে কেউ বাইরে ও বাইরে থেকে কেউ সিলেট জেলায় প্রবেশ করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ সিলেট প্রবেশ করতে পারবেন না। একইভাবে সিলেট থেকে কেউ অন্য জেলায় যেতে পারবেন না। এছাড়া একইভাবে সিলেট জেলার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নির্দেশনা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম আরও বলেন, সবধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকলেও কেবলমাত্র জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

দেশদর্পণ/এসজে