এখনই সময় মানুষদের সাহায্য করার

লেখক ও আহবানে- শেখ ফাহাদ ফারদীন

সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের আঘাত। এ কারণে বেশ কিছুদিন যাবৎ সবকিছু বন্ধ। গত ২৬ মার্চ, ২০২০ তারিখ থেকে বাংলাদেশেও অফিস- আদালত বন্ধ করা হয়েছে। সরকারি ছুটি ঘোষণা করেছে প্রশাসন। যার ফলে বাংলাদেশের লাখ, লাখ দিন মজুর মানুষ ঘরে আবদ্ধ থাকতে হচ্ছে। অনেকের ঘরে পর্যাপ্ত খাবার নেই। আবার কেউ লজ্জায় বলতেও পারছে না। টিভি নিউজ, পেপার-পত্রিকাতে চোখ বুলালেই আমরা দেখতে পাই অনাহারে দিন কাটানো মানুষের মুখ।

আমরা যশোর জিলা স্কুলের ১৩ ব্যাচের শিক্ষার্থীরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই। আমাদের উদ্দেশ্য সেই সকল মানুষকে খুঁজে বের করা যারা লজ্জায় মানুষের কাছ থেকে হাত পেতে কিছু নেয়না, অথচ তাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই। এ লক্ষে আমরা ঠিক করেছি সেই সকল পরিবারের মধ্যে কিছু পরিবারকে চাল, ডাল, আলু ও তেল দিবো। এজন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করি।

এখনই সময় আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আশা করি সবাই এগিয়ে আসবেন।

সাহায্য পাঠাবার ঠিকানা-

বিকাশঃ
Rasadul Islam 01628092365
SK Fahad Fardin 01963236187
Riaz Rahman Aranya 01521318547