উথলী বাজারে দোকান মালিক কমিটির অর্থায়নে ব্যবসায়ীরা পেলো খাদ্য সামগ্রী

“মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য“এ স্লোগানকে সামনে রেখে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জীবননগর উপজেলার উথলী ঐতিহ্যবাহী বাজার দোকান মালিক কমিটি।

করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারাবিশ্ব সহ পুরো বাংলাদেশ বর্তমানে লকডাউনে।আর এ দু:সময়ে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পরে উথলী বাজারের চায়ের দোকান সহ অন্যান্য ব্যবসায়ীরা। দোকানদারদের পাশে দাড়ালেন উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি আবজালুর রহমান ধীরু ও সাধারণ সম্পাদক আবু জাফর,কোষাধ্যক্ষ আতিকুর রহমান,সাংবাদিক সালাউদ্দিন কাজল,হাসান নিলয়,দোকান ব্যবসায়ী হারেজ উদ্দীন সহ কমিটির সদস্য বৃন্দ।

আজ শনিবার (৪এপ্রিল) বিকালে উথলী বাজার দোকান মালিক কমিটি সদস্যরা বাজারের চায়ের দোকানদারদের সহ অন্যান্য ব্যবসায়ীদের নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এ খাদ্রসামগ্রী তাদের হাতে তুলে দেন । আরো বলেন দেশের পরিস্থিতি খুব খারাপ আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন ।
এ সময় খাদ্রসামগ্রীগুলো পেয়ে বাজারে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটে উঠেছিলো।

বাজারের সবাই এই উদ্যোগকে একে অপরের সঙ্গে কাজ করার চেষ্টা করছে এবং বিপদের সময় সবাই এক হয়ে খাদ্য সামগ্রী বিতরণে করেছে l তাতে সুধী সমাজের সুশীল ব্যক্তিরা সবাই তাদেরকে সাধুবাদ জানিয়েছেনl