সাদুল্লাপুরে ৩০ বাড়ি লকডাউন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ রোধে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হবিল্লাপুর গ্রামের ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ।

তিনি বলেন, সাদুল্লাপুরে গত মার্চ থেকেই আক্রান্ত ছিল। আক্রান্ত বাড়িটার আশপাশের ২০টি বাড়ি হবে। তবে লুকায়িত বাড়ি মিলে ৩৫টি বাড়ির মতো হবে। এ বাড়িগুলো আমরা লকডাউন করেছি।

তিনি আরও বলেন, বাড়িগুলো লকডাউন ঘোষণার পর এলাকাবাসীকে সচেতন করার জন্য মাইকিংকে প্রচারণা চালানো হচ্ছে।

জানা গেছে, গত ১৩ মার্চ সাদুল্লাপুর এলাকার বনগ্রাম ইউনিয়নের হবিল্লাপুর গ্রামে কাজল সরকারের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসেন আমেরিকা ফেরত দুই প্রবাসী। বিয়েতে এসে তারা সেখানে কয়েকদিন অবস্থান করেন। অবস্থানরত অবস্থায় এক প্রবাসীর সংক্রমণ ধরা পরে। এর ফলে ভাইরাসটি যেন ছড়িয়ে না পড়ে সেটিরও প্রয়োজনীয় ব্যবস্থা নেন নির্বাহী কর্মকর্তা। ওই বিয়ের অনুষ্ঠানে শতাধিক লোক অংশগ্রহণ করেছিলেন।

এদিকে নতুন করে করোনা ভাইরাস ঠেকাতে শনিবার ৩০ টি বাড়ি লকডাউন ঘোষণা করা