মানসমুক্তি পাঠাগারের উদ্যোগে ছবি না তুলে ত্রান বিতরন

ঝিনাইদহ কালীগঞ্জে মানসমুক্তি পাঠাগারের উদ্যোগে ব্যাতিক্রমি ভাবে ত্রান বিতরন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পাঠাগারের সকল সদস্যদের আয়োজনে এলাকার ৭০জন দিন মজুর খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়।

প্রতিটি প্যাকেটে ৫কেজি চাউল, ২কেজি আলু, ১ কেজি পিয়াজ, ডাল ৫’শ গ্রাম, তেল ৫’শ গ্রাম ও সাবান ১টি দেয়া হয়।

মধ্যবিত্তদের ত্রানগুলি তাদের বাড়িতে বাড়িতে পৌছে দেয়া হবে বলে জানান, পাঠাগারের উপদেষ্টা সাকায়াত হোসেন।

এপ্রিল ০৩, ২০২০ at ১৯:৩৮:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিএইচ/তআ