লকডাউন ও আমাদের ধারণা

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য সরকার ঘোষিত নিয়মে নিজ নিজ বাড়িতে অবস্থান করাই হলো লকডাউনের প্রধান উদ্দেশ্য। সরকার চাচ্ছেন করোনা ভাইরাসের কারণে জনগণের কোনো সমস্যা না হয়। মানুষ যেন নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে পারে।
লকডাউন সম্পর্কে আপনার আমার ধারণাঃ-
১.আপনি ভাবছেন সারা দেশ লকডাউনের ফলে আপনি সরকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
 ২. সরকার আপনাকে জোর করে বাড়িতে বসে রাখতে চাইছেন।
 ৩.সরকার আপনার স্বাধীনতা হরণ করছে।
 ৪.সরকার আপনাকে আয় রোজকার করা থেকে দূরে রেখেছে।
 ৫.সরকার আপনার চলাচল সীমিত করেছে।
৬. শুধু শুধু পুলিশ বা আইনশৃংঙ্খলা রক্ষাবাহিনী   আপনাকে কেন মারতে যাবে কি দায় তাদের, কাজ কাম রেখে আপনাদের বাড়িতে ও চায়ের  দোকানে গিয়ে তাড়া করবে।
★★ আপনার এমন ধারণা সবই ভুল, আপনি এবার আপনার নিজের থেকে সরকারের লাভ-ক্ষতি বিশ্লেষণ করে দেখুন।
১. প্রতিদিন সরকার আমাদের কাছ থেকে  যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নিতেন, সারাদেশে লকডাউনের ফলে এটা এখন বন্ধ হয়ে গেছে। ফলে সরকার পড়েছে বিপাকে।
২. সরকার আপনাকে জোর করে বাড়িতে বসে রাখতে চাইছে এ জন্য  সরকার কম বেশি  প্রায় দুস্থ্য সবাইকে ত্রাণ বিতরণ করেছে এবং করছেন।
 ৩. সরকার আপনাকে সারাজীবন স্বাধীনতার  প্রদান করেছেন, নাই কয়েকদিন বাড়িতে অবস্থান করে সরকারের সেই ঋণ শোধ করুন।
৪. মানুষ বেঁচে থাকলে আয় রোজকার করতে পারবে, সেই রোজকার করতে গিয়ে যদি মারা যান, তো টাকা দিয়ে কি করবেন।
 ৫. সরকার আপনার চলাচল যদি সীমিত না করতেন, তবে এতো দিন করোনা মহামারী আকার ধারণ করতো।হয়তোবা আপনি আমি এতোদিনে মারা যেতা
৬. আপনি ঘরে শান্তিতে বসে থাকবেন আর পুলিশ বা আইনশৃংঙ্খলা রক্ষাবাহিনী সারাদিন কে কোন চায়ের দোকানে ভিড় করছে,কোথায় কোথায় মারামারি হচ্ছে এই খুঁজে বের করুক, আপনি আর আমি ভালো থাকি আর তারা দিন রাত আমাদের জন্য  জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করুক।
লেখক- মোঃ মহিদুল ইসলাম
সাংবাদিক।