রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতারণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করোনা ভাইরাসের দুর্যোগ কবলীত গরিব অসহায়, দুঃস্থ ও কর্মহীন শ্রমজীবী ১ হাজার মানুষের মাঝে রাঙ্গুনিয়া থেকে তিনবারের নির্বাচিত সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন শুরু হয়েছে।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) তথ্যমন্ত্রী’র পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টার থেকে বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারে মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়।

রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তথ্যমন্ত্রীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এ সময় এনএনকে ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন আবদুর রউফ, জসিম উদ্দিন তালুকদার, কাউছার নুর লিটন, কাউন্সিলর মোহাম্মদ সেলিম প্রমুখ।
আরও পড়ুন: দেশে করোনায় আরও একজনের মৃত্যু

এনএনকে ফাউন্ডেশনের কর্মকর্তা আবদুর রউফ বলেন, ‘ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে এনএনকে ফাউন্ডেশনের মাধ্যমে আজ রাঙ্গুনিয়ার ১ হাজার পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু ও সাবানসহ ১০ কেজির নিত্যপণ্য রয়েছে।ইউনিয়ন পর্যায়ে এসব ত্রাণ সামগ্রী নিরাপদ দুরত্ব বজায় রেখে বিতরণ করা হচ্ছে। রাঙ্গুনিয়ার কর্মহীন অসহায় মানুষের জন্য তথ্যমন্ত্রীর এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।’

পৌরমেয়র শাহজাহান সিকদার বলেন, ‘রাঙ্গুনিয়ার অভিভাবক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার মানুষের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং সবাইকে অত্যন্ত সতর্কভাবে বৈশ্বিক এই দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট এই সঙ্কটসহ যে কোনো ধরনের পরিস্থিতিতে রাঙ্গুনিয়াবাসীকে তথ্যমন্ত্রীর ব্যক্তিগত টেলিফোনে, রাঙ্গুনিয়া পৌরমেয়র, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের পাশাপাশি মানবিক বিত্তবান মানুষদের সর্বাত্মকভাবে অসহায় মানুষদের পাশে থাকতে তথ্যমন্ত্রী অনুরোধ ও আহ্বান জানিয়েছেন।’

দেশদর্পণ/এমএম/এসজে