জীবননগরে মানছে না হোম কোয়ারেন্টাইন

সারা বিশ্ব আজ করোনা ভাইরাসের মরনব্যধিতে আক্রান্ত। প্রত্যেকদিন মানুষ মরার হিড়িক চলছে। পৃথিবীর যে কোন দেশের তুলনায় বাংলাদেশ এখনও অনেক ভাল আছে। সরকার বার বার সতর্ক করছে, আপনারা বাহির হবেন না প্রয়োজন ছাড়া। কে শুনে কার কথা। জীবননগর প্রশাসন বার বার সতর্ক করছে কিন্তু সাধারন মানুষ খুব একটা মানছে না।

জীবন নগর বাজারের অবস্থা দেখতে গিয়েছিলাম কিন্তু দেখলাম সব প্রায় আগের মতোই। রাস্তার ধারের ব্যবসাদার গুলো মানছে। কিন্ত সাধারন জনগন মানছে না।চলতি সপ্তাহ আমাদের জন্য অনেক ঝুকি, সেই হিসাবে হোম কোয়ারেন্টইন মানা খুবই জরুরী। দরকার হলে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে।
আরও পড়ুন: ক্ষুদার্তদের খাবার তুলে দিল ছোট্ট শিশু লিখন

আমরা সবাই করোনার হাত থেকে রেহায় পেতে আর কয়েকটা দিন ঘরে থাকি। এবং রাস্তায় যাতে না বের হই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবেও জরুরী কাজ ব্যতীত আমরা নিজ ঘরের বাড়ির বাইরে না যায় তাতে দেশ ও দশেৱ মঙ্গল হবে এবং আপনার পরিবারের নিরাপত্তার কথা ভেবে। বিষয়টি দায়িত্ববান ব্যক্তিগনের নজরে পড়বে আশা করি।

দেশদর্পণ/টিআর/এসজে