ক্ষুধার্তদের খাবার তুলে দিল ছোট্ট শিশু লিখন

করোনা ভাইরাসকে মহামারি হিসাবে আখ্যায়িত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাংলাদেশও করোনা ভাইরাসে আক্রান্ত। এ ভাইরাস থেকে রাষ্ট্রকে বাঁচাতে সকল কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে সকলকে ঘরের বাহিরে আসতে নিষেধ করা হয়ছে। ফলে দিন আনা, দিন খাওয়া মানুষদের কষ্ট বেড়েগেছে। এসকল মানুষের কোন মতে এক বেলা খেয়ে দিন কাটছে। এমন সময় এ সকল মানুষের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র রায়।

নিজ জেলা গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামে ২০জন ছিন্নমূল, বিধবা ও অসহায়কে সকালের নাস্তা ও দুপুরে ভাত খাওয়ার ব্যবস্থা করেছেন।
আরও পড়ুন: করোনার প্রকোপ কমে এলে আমাদের যা করতেই হবে

তিনি প্রতিদিন সকালে নাস্তার সাথে চিড়া, মুড়ি, কলা ও দুপুরে ভাতের সাথে ছোট মাছ, ডাল ও শাক-সব্জির ব্যবস্থা রেখেছেন। তারই অংশ হিসাবে তার ছেলে লিখন চন্দ্র ছিন্নমূল, বিধবা ও অসহায়দের বাড়ী বাড়ী গিয়ে দুপুরের খাবার পৌচে দিচ্ছেন।

লিখন জানায়, আমার বাবা ২০ জন অসহায় মানুষকে খাওয়ার দায়িত্ব নিয়েছেন তাই আমি বাবার সাথে এসব কাজের সহযোগিতা করছি। কেননা গরীব মানুষদের নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে।

দেশদর্পণ/এসকেবি/এসজে