করোনা প্রতিরোধে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের অভিনব উদ্যোগ

মাগুরা শ্রীপুর উপজেলায় বিশ্ব ব্যাপী মহামারি করোনা প্রতিরোধে অভিনব উদ্যোগ গ্রহন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার।

করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করণে পরীক্ষামূলক ভাবে আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীপুর উপজেলার খামারপাড়া এবং শ্রীপুর বাজারে রাস্তা চিহ্নিত করণ করা হয়।এ সময় তাঁকে সহযোগিতা করেন শ্রীপুর থানা পুলিশ ও কিছু উদ্যোমী স্বেচ্ছাসেবী যুবক।
আরও পড়ুন: চৌগাছায় সতর্কমূলক ব্যবস্থা গ্রহণে যৌথ অভিযান

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইয়াছিন কবির বলেন,বিশ্ব ব্যাপী নভেল করোনা মহামারি আকার ধারন করেছে।বাংলাদেশে ও এই মহামারী দেখা দিয়েছে।ইতিমধ্যে বাংলাদেশের সর্বত্র লকডাউন করা হয়েছে।কিন্তু এত কিছুর পরেও আমাদের মাঝে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে।করোনা ছোঁয়াচে হওয়ায়,আমাদের এই মরামারী থেকে বাঁচতে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।অ-যথা ঘোরাঘুরি পরিহার করতে হবে।সবাইকে বাসায় অবস্হান করতে হবে।করোনা থেকে বাঁচতে,নিরাপদ দূরত্ব নিশ্চিত করণে শ্রীপুর উপজেলার প্রতিটি বাঁজারে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, ইতিমধ্যে আইন অমান্য করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।

দেশদর্পণ/এমএম/এসজে