প্রচারণা চালিয়েও দারিয়াপুরে লোক সমাগম কমছে না

হ্যান্ড বিল ও মাইক দিয়ে প্রচার অভিযান অব্যাহত থাকলেও দারিয়াপুরে কোন ভাবেই কমানো যাচ্ছেনা লোক সমাগম। অপর দিকে পশুর হাট বসানো নিষেধাজ্ঞা থাকলেও তা মানছে না মালিক পক্ষ। ফলে এই বন্দরটিতে সারাক্ষণ লোক সমাগম লেগেই থাকছে।

হাটের দিন করে এ সমাগম আরও তিনগুণ বেড়ে যাচ্ছে। স্থানীয়দের দাবী হাটের দিন করে এ বন্দরে বেশ কয়টি উপজেলার মানুষের সমাগম ঘটে। ফলে এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেকটা বেশি। এছাড়া বন্দরটিতে বেশ কিছু চা’র দোকান রয়েছে যেখানে হরহামেশায় মানুষ এসে গাদা গাদি করে চা পান করছে। যাতে করে এলাকার মানুষ আরও বেশি করোনা ঝুঁকিতে রয়েছে।
আরও পড়ুন: করোনা প্রতিরোধে কোটচাঁদপুরে এমপি’র মাক্স বিতরণ

করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে যেখানে সরকার গ্যাদারিং নিষিদ্ধ করেছেন, সেখানে দারিয়াপুরে গ্যাদারিং অবাধে চলছে। বিষয়গুলো দেখ ভালের কেউ না থাকায় এটি আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সচেতন মানুষ জন রয়েছেন চরম ঝুঁকিতে।

তাই সচেতন এলাকাবাসীর দাবী বন্দরটিতে প্রশাসনের নজরদারি খুবই জরুরী। অপর দিকে বন্দরটিতে প্রশাসনের সুদৃষ্টি না থাকায় ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছেন। তাই বন্দরটিতে বাজার মনিটরিংও জরুরী হয়ে পড়েছে।

দেশদর্পণ/এসকেবি/এসজে