শ্রীপুরে হঠাৎ শিলা বৃষ্টি

মাগুরার শ্রীপুর উপজেলায় গতরাত আড়াইটার দিকে হঠাৎ শুরু হওয়া শিলা বৃষ্টিতে আম ও লিচুর মুকুল সহ ধান,গম,পেঁয়াজ,রসুন ও মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) রাত আড়াইটার দিকে হঠাৎ করে শুরু হওয়া শিলা-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।সেই সঙ্গে থেমে থেমে চলতে থাকে ঝড়ো হাওয়া।
আরও পড়ুন: সীমান্ত দিয়ে অবৈধভাবে আসছেন বাংলাদেশিরা, ১৫০ বাড়িতে লাল নিশানা

ভূক্তভোগীরা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে আকাশে তেমন মেঘ দেখা না গেলেও রাত আড়াইটার দিকে শুরু হয় শিলা ‍বৃষ্টি ও ঝড়ো হাওয়া।শিলা ‍বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় শ্রীপুর সদর ইউনিয়নের বালিয়াঘাটা, রাজাপুর, চিলগাড়ি, করন্দি এলাকার মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।শিলা বৃষ্টিতে অনেকের ঘরের টিনের চালা ও অনেক পাখির মৃত্যু হয়েছে।ঝড় ও শিলার বৃষ্টিতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশদর্পণ/এমএম/এসজে