সূর্যের চারপাশে বৃত্তাকার রংধনু

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে মানুষ। এরমধ্যে হটাৎ করেই পটুয়াখালীর আকাশে সূর্যের চারপাশে বৃত্তাকারের মতো দৃশ্য দেখা যাচ্ছে। এ নিয়ে সাধারন মানুষের মাঝে বেশ উৎকণ্ঠাও সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মানুষ।

এমরান হাসান সোহেল তার ওয়ালে লিখেছেন, অবাক করা রংধনু
এই মাত্র তোলা (১২টা ১৭ মিনিটে তোলা)। সূর্যের মাঝখানে বৃত্তাকার। এমন রংধনু দেখেছেন কেউ?

আশীষ চক্রবত্তী বলেন, বাংলাদেশে গুজবের শেষ নেই। এরমধ্যে সূর্যের আশেপাশে বৃত্তাকারে সূর্যটাকে ঘিরে ফেলেছে। সবাই যে যেখানে পারছে সেখানে ছবি তুলছেন।

রতন ঘোষাল, সকাল থেকে সূর্যের চার পাশে বৃত্তাকারের মতো দেখা যাচ্ছে। এনিয়ে হাজারও কৌতুহল দেখা যায়।

সুজন ঘোষ বলেন, খালি চোখে সূর্যের দিকে তাকানো যায় না। তবে ধিরে ধিরে তাকালে খালী চোখে দেখা যায়।
আরও পড়ুন:  অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের ক্রিকেট

স্থানীয় মহিবুল্লা বলেন, অনেকে বলে ছবি তুলে বলছে। আমরা যা লিখবো তাই ভাইরাল হবে। কারণ বাঙালি হুজুগে দৌড়ায়। বাংঙ্গালী কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়ায়। গুজব যেন না ছড়ায় তার জন্য সরকারকে সচেতন হওয়া দরকার।

পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জানান, আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করেন। তিনি বিষয়টি বলতে পারবেন।

তবে এবিষয়ে জানতে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।

উল্লেখ্য, গতকাল করোনাভাইরাস ঠেকাতে হলে ‘ফজরের নামাজের আগে তিনটা থানকুনি পাতা চিবিয়ে খেলে মুক্তি মিলবে’ এমন গুজবে সড়কে নামেন সহজ সরল মানুষ।

দেশদর্পণ/এসসি/এসজে