পুণ্যের নগর

করোনার ভয়াল থাবায় কেঁপে উঠল এই বিশ্ব
নিমিষেই মানুষের সকল অহংকার হয়ে গেলো নিঃশ্ব,
কে গরীব কে ধনী দেখার নেই সময়
কোটি কোটি জনতা হয়ে গেছে আজ অসহায়।

মৃত্যুর ভয়ে নিজেকে বন্দী তাঁরই সৃষ্ট ঘরে
দুই হাত তুলে ক্ষমা চায় সবে বারেবারে,
কোন পাপে এমন গজব নামলো সারা দুনিয়ায়
ওপরওয়ালা যে দেখছে সবই দেখছে আপন মহিমায়।

মানব মনের হিংসা -বিদ্বেষ দুর করো তারাতাড়ি
ক্ষমতার দাপটে নিজেদের নিয়ে করো না বারাবাড়ি,
মৃত্যুর গন্ধ নাকে আসলেই বুঝে যাবে কীর্তি
শুন্য হৃদয়ে আফসোস হবে ভুলের নেই প্রশান্তি।

বেঁচে থাকতেই হয় না খোদার আদেশ পালন
আমরা নাকি করব আবার দিবারাত্রে তাঁকে স্বরণ!
আত্মশুদ্ধি করতে হবে তাঁরই পানে সপে মন
তাহলেই সত্য পথে চলবে মোদের দুই নয়ন।

দুই হাত তুলে মুখখানা খুলে বলব সবাই
হে মহান সর্বশক্তিমান প্রিয় খোদা তোমাকে চাই,
সকল ভুল ক্ষমা করে আপন করে নাও
নতুন পথের সন্ধান তুমি সকলের মাঝে দাও।

একটি বিশুদ্ধ আত্মার খুব প্রয়োজন হয়েছে আমার
তোমার কাছে রয়েছে যে অফুরন্ত রহমতের ভান্ডার,
আমার দেহকে করো সতেজ,মনকে করো সুন্দর
আত্মার ভিতরে যেন হয় একটি পুণ্যের নগর।

দেশদর্পণ/এইচকে/এসজে