চিতলমারীতে ৩১ গৃহহীন পরিবার পেল দূর্যোগ সহনশীল গৃহ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন মুজিব বর্ষে কেহ গৃহহীন থাকবে না। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চিতলমারীতে ৩১ ভূমিহীন পেলে নতুন ঘর। ঘর প্রাপ্তদের চোখে মুখে খুশির ঝিলিক।

উপজেলা প্রকল্প বাস্তবায়নের কর্মকর্তা সোহাগ ঘোষ জানান ত্রান ওদূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষনের আওতায় দরিদ্র জনগোষ্ঠী যাদের ভিটা বা জমি আছে কিন্ত ঘর নেই এমন ৩১পরিবার এ সুবিধার আওতায় আসে।
আরও পড়ুন: দৌলতপুরে সাদামাটা আয়োজনে মুজিববর্ষ উদযাপন

দুইকক্ষ বিশিষ্ট সেমিপাকা টিনসেড ঘর, রান্নাঘর পাকাটয়লেট।  মন্ত্রনালয় প্রতিটি ঘর নির্মাণের ব্যায়াম করেন ২লক্ষ ৯৯হাজার ৮৬০টাকা। ঘরের সাথে বাড়তি ৭৫ওয়ার্টের সোলার প্যানেল থাকছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার ৩১পরিবার এই ঘর পাবে।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম জানান ঘর নির্মাণ শেষ হয়েছে ।বঙ্গবন্ধুর জন্মদিনে ৩১পরিবারের হাতেএইঘরের চাবি তুলে দেওয়াহয়েছে।

দেশদর্পণ/এএম/এসজে