চবি শিক্ষার্থীরা তৈরি করলো হ্যান্ড স্যানিটাইজার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা বিনামূল্যে বিতরণ করার জন্য তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার (জীবণুনাশক)। এই হ্যান্ড স্যানিটাইজার বাজার মূল্য থেকে প্রায় ১০ গুণ সাশ্রয়ী উন্নত মানের এ জীবাণুনাশক।

মঙ্গলবার (১৭ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নিকট হ্যান্ড স্যানিটাইজারের ৫টি বোতল হস্তান্তর করেন বিভাগ কর্তৃপক্ষ।
আরও পড়ুন: জীবননগরে মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিভাগের সভাপতি ড. শাহানারা বেগম বলেন, বিশ্বে করোনা আতঙ্কে নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা এটি প্রস্তুত করেছি। এটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য জন্য তৈরি করা হয়েছে। প্রথম দিকে আমরা ২৫০ এম এল বিশিষ্ট পাঁচ বোতল এ জীবণুনাশক তৈরি করেছি। যার জন্য খরচ হয়েছে ২ হাজার টাকা। যা বাজার মূল্য থেকে ১০ গুণ কমে আমরা তৈরি করছি।

চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। রসায়ন বিভাগের জীবাণুনাশকটি তৈরি অবশ্যই ভালো উদ্যোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের এ কার্যক্রমে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

দেশদর্পণ/এমএম/এসজে