উন্নয়ন কাজ সম্পন্ন করতে নারী-পুরুষ সম্মিলিতভাবে নৌকায় ভোট দিন : শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, কেশবপুরের অসমাপ্ত উন্নয়ন কাজকে আরো গতিশীল করতে নারী-পুরুষ সম্মিলিতভাবে ২৯ মার্চ সারাদিন নৌকায় ভোট দিন। নারীদের পিছিয়ে রাখা যাবে না। নারীদের এখন দেশের সকল কর্মকান্ডে অংশ গ্রহণ রয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করেছে। দলীয় কর্মকান্ডে নারীরা আর পিছিয়ে নেই। আগামীতে আওয়ামী লীগের সকল পর্যায়ের কমিটিতে নারীদের রাখতে হবে।

রবিবার বিকাল থেকে সন্ধ্যারাত পর্যন্ত কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বগামোড়, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে চিংড়া ও গোপসেনা বাজার এবং মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শিকারপুর বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, কেশবপুরে কোন সন্ত্রাসী থাকবে না, চাঁদা বাজ থাকবেন, মাদকনেবী থাকবে না। শান্তিপ্রিয় কেশবপুর বাসী স্বস্তি আর শান্তিতে বসবাস করবে। উন্নয়ন কর্মকান্ডে আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনকে সম্পৃক্ত করা হবে। উন্নয়ন মূলক কর্মকান্ডের বেশি বেশী প্রচার করতে হবে। তাহলে উন্নয়ন কাজ আরো বেশি গতিশীল হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।

বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, সহ-সভাপতি যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও সোহরাব হোসেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার ও যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য আলতাফ হোসেন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, সাগরদাঁড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আমানাত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা আব্দুল ওহাব, হাফিজুর রহমান, শহিদুজ্জামান শাহীন, জি.এম. আলতাফ হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, গাউসুল আজম তুহিন, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহারিয়ার রায়হান সান্টু, সাগরদাঁড়ী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কাজী আলমগীর, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন আলম, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইন, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান, যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর, সাবেক যুগ্ম-আহ্বায়ক লিটন হোসেন, পৌর যুবলীগনেতা লিটন গাজী, যুবলীগনেতা ফারুক হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর মনিরা খানম, আওয়ামী লীগনেতা আফছার উদ্দীন গাজী, আবু বক্কর সিদ্দিক, মশিয়ার গাইন, আব্দুর রশিদ, মশিয়ার দফাদার, আমিন উদ্দীন দফাদার, মিজানুর রহমান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন মুন্না, ছাত্রলীনেতা আবুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান প্রমুখ।