’তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই’

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে তাপমাত্রার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে জীবনাচরণ পরিবর্তনের পরামর্শ দিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সোমবার (২ মার্চ) করোনা প্রসঙ্গ নিয়ে প্রতিদিনকার ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ সময় তিনি বলেন, করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ায় বিশ্ব পরিস্থিতির অবনতি হচ্ছে। তাপমাত্রার সঙ্গে করোনাভাইরাসের কোনো সম্পর্ক নেই। উচ্চ তাপমাত্রা আছে এমন দেশেরও করোনাভাইরাস আক্রান্ত হচ্ছে। করোনাভাইরাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় টিকতে পারে না। কোনো দেশেই এতো তাপমাত্রা নেই।
আরও পড়ুন: মোদিকে প্রতিহতের ঘোষণায় বিব্রত নয় সরকার : কাদের

গ্রীষ্মকালের তাপমাত্রায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমে যাবে এ ভরসায় বসে থাকা যাবে না। সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি কোলাকুলি, হ্যান্ডশেক পরিহার করতে অনুরোধ করেন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও জানান, সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশির মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৩ জনের অবস্থা অপরিবর্তিত।

দেশদর্পণ/এসজে