খাদে পড়ে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৫

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাদে পড়ার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।

রোববার (০১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগরে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: টাকার লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

স্থানীয় সূত্র জানায়, কুয়াকাটা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি ঢাকায় যাচ্ছিল। মুকসুদপুর উপজেলার দিগনগরে স্পিডব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খায় প্রাইভেটকার। এতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তিনজন দগ্ধ হয়ে মারা যান। দগ্ধ কার থেকে আরও দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আতাউর রহমান বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের গাছে ধাক্কা লাগার পর একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দেশদর্পণ/এসজে