নগরীতে পেশাদার ২৬ জুয়াড়ী আটক

রাজশাহী নগরীতে জুয়ার আসর ২৬ জন পেশাদার জুয়াড়ীকে আটক করেছে র‌্যাব-৫। এসময় তাদের নিকট থেকে ২ লক্ষ ১২ হাজার ৮শত টাকা, ২৯ টি মোবাইল ফোন ও জুয়া খেলার সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় নগরীর বোয়ালিয়া থানাধীন ঢাকা বাস ষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল: মোঃ রফিকুল ইসলাম বাবু (৪৬), মোঃ উজ্জল (৩২), মোঃ সেলিম রেজা বিশু (৩২), মোঃ শফিকুল ইসলাম (৪২), মোঃ কাজী ছোটন (৪২), মোঃ সেন্টু মন্ডল (২৩), আবু হেনা মোস্তফা কামাল (৪৭), মোঃ মমিনুর রহমান (৪০), মোঃ আলমগীর হোসেন (৩০), মাঃ ফরমান (৪০), মোঃ আব্দুল ওয়াদুদ (৩৮), মোঃ সুমন শেখ (২৬), মোঃ শাহিন হোসেন (৩৬), মোঃ শাহিন হোসেন (৩৬), মোঃ তছলিম উদ্দিন (৪৩), মোঃ আবুল কালাম আজাদ (৩৫), মোঃ আজিজুর রহমান (৩৩), মোঃ নুর ইসলাম (২৮), মোঃ খোকন (৪৩), মোঃ কাউসার আলী (৪৫), মোঃ মুক্তার হোসেন মুক্তা (৩২), মোঃ শাহাদৎ হোসেন সাধু (২২), মোঃ জাহাঙ্গীর (৩৫), মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), মোঃ আরাফাত আলী (২৮), শ্রী সুকুমার (২৮) ও শ্রী দিপক কুমার সরকার (৩৫)।
আরও পড়ুন: মাহিন্দ্র উল্টে শ্রমিক নিহত

র‌্যাব জানায়, শিরোইল বাস র্টামিনালে দির্ঘদিন ধরে জুয়া খেলা চলছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ২৬ জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে বোয়ালিয়া থানা সূত্রে জানা গেছে।

দেশদর্পণ/এমআরআর/এসজে