ঝিনাইদহে ৯ শত ৭ স্কুলে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলার বিভিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট্স কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।

শহরের নগরনাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিনাকুন্ডু উপজেলার পোড়াহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লাইনে দাঁড়িয়ে ক্ষুদে শিক্ষার্থী ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শিশুদের মাঝে গণতন্ত্র চর্চার বিকাশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ও ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষা অফিসার শুদাংশু কুমার বলেন।
আরও পড়ুন: থানায় গেলে চকলেট দিয়ে আপ্যায়ন করেন ওসি মামুন খান

এসময় হরিনাকুন্ডু উপজেলার পোড়াহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মতিয়ার রহমান বলেন শিশুদের মাঝে গনতন্ত্র চর্চার জন্যই সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছেন আমরা শিক্ষকরা স্বাগত জানাই।

নগরনাথান স্কুলের শিক্ষক আনিসুর রহমান বলেন, সরকারের উদ্দোগকে আমরা স্বাগত জানায় তিনি আরো বলেন শিক্ষার্থীরাও খুশি।

জেলার ৯’শ ৭টি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিদ্যালয়ে পানিসম্পদ মন্ত্রী, আপ্যায়ন মন্ত্রী, পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্রী, পাঠ্যপুস্তক মন্ত্রীসহ ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করে কয়েকজন শিক্ষার্থী।

দেশদর্পণ/কেএল/এসজে