স্বপ্ন ছিলো নিজের একটা ব্র্যান্ড হবে, একনামে চিনবে সবাই

রোকসানা একজন নারী কর্মী। সুনামগঞ্জ শহরে বসবাস করে।তার ব্যবসার কাজটা মূলত দেশীয় পন্য নিয়ে। খাদী, তাঁত, বাটিক, কাঠ, টিপ এগুলোকে বেইজ হিসেবে কাজে লাগিয়ে হ্যান্ডপেইন্ট করা হয় এর উপর। হতে পারে সেটা পেইন্ট করা কোনো পরিধেয় কাপড়, কাঠের গহনা কিংবা কপালের টিপ।

প্রথমে কোনো মূলধন ছাড়া রোকসানা কাজ শুরু করেছিল। রোকসানা বলেন যদি মূলধনের কথা বলতেই হয়, তাহলে আমি বলবোথ আমার কাছে থাকা রং গুলোই ছিলো আমার “মূলধন” ব্যবসায় আসাটা আসলে হঠাৎ করেই। স্বপ্ন ছিলো আমার নিজের একটা ব্র্যান্ড হবে, একনামে সবাই চিনবে। ভাবতাম, আড়ং,কে- ক্রাফট এর মতো যদি আমার একটা ব্র্যান্ড হতো!!! আজ সেটা স্বপ্ন থেকে বাস্তবে রূপ নিচ্ছে।
আরও পড়ুন: শার্শায় মা সমাবেশ অনুষ্ঠিত

সেটা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সামনে এগুনোর চেষ্টা করছি।ফেসবুকে ” মেমসাহেব ” নামে একটি পেইজে সে অনলাইনের ব্যবসা করে ও এই নামে একটি দোকানও আছে তার।রোকসানা বলেন বলেন তার স্বাক্ষরতা বহন করবে আমার পন্য।

দেশদর্পণ/এফএফ/এসজে