নক্ষত্রলোকে আরেক ‘পৃথিবী’

পৃথিবীর আকারের আরেকটি গ্রহের সন্ধান পেয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গত সোমবার নাসার পক্ষ থেকে ‘টি ওয়াই ৭০০ ডি’ নামের এ নতুন গ্রহটির বিষয়ে জানানো হয়। নতুন আবিষ্কৃত গ্রহটি নিয়ে আশাবাদী হয়ে উঠেছে বিভিন্ন মহল, যেহেতু এই গ্রহটিতে পানির অস্তিত্ব রয়েছে বলে দাবি করা হয়েছে নাসার পক্ষ থেকে। খবর আল জাজিরা।

এই বিষয়ে নাসার কর্মকর্তা পল হার্টজ বলেন, নাসা টিইএসএস নামের একটি গ্রহানুসন্ধানী নভোযান পাঠিয়েছিল এবং সেটি একটি নিকটতম নক্ষত্রের কাছে এই গ্রহ খুঁজে পেয়েছে। নাসার হিসেবে, নতুন সন্ধান পাওয়া গ্রহটির আকার পৃথিবীর সমান। এটি বসবাসের উপযোগী বলেও নাসার পক্ষ থেকে বলা হয়। কারণ গ্রহটিতে রয়েছে পানির অস্তিত্ব। পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে এর অবস্থান।

এর আগেও বেশ কয়েকবার গ্রহানুসন্ধানী নভোযান কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে পৃথিবীর মতো বেশ কয়েকটি গ্রহ

খুঁজে পেয়েছে বলে জানিয়েছিল নাসা। তবে সেগুলোতে পানি রয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ২০১৮ সালে মহাকাশে নাসার পাঠানো নভোযান টিইএসএস নামের এই প্রথম কোনো গ্রহের সন্ধান দিল।