পূর্ব সাগরদীদে ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ যার নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছেন আজ সেই বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দোয়া মাহফিলের আয়োজন করেন লক্ষ্মীপুরের রায়পুরে’র ৭নং বামনী ইউনিয়নে ৯ নং ওয়াড পূর্ব সাগরদী এলাকাবাসী।

আজ থেকে ৬৮ বছর আগে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যেই বাংলা মায়ের অকুতোভয় সন্তানেরা। আজ পবিত্র জুমার নামাজের পর কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে তাদের আত্মার মাগফিরা কমনা করে দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতৃ বৃন্দ,ধর্মপ্রান মুসলমানসহ এলাকার গণ্যমান সামাজিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এ আয়োজনের ফলে এলাকাবাসী মাঝে এক আনন্দঘন পরিবেশ দেখা গেছে।

এলাকাবাসী বলেন আজকের অনুষ্ঠানের ন্যায় আগামী দিনেও ইনশাআল্লাহ তাঁরা এমন আয়োজন করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। দোয়া মুনাজাত শেষে এলাকবাসীর মাঝে তাবারক বিতরণ করা হয়।