নারী কথা

ফারহানা ইসলাম। কৃষ্ণচূড়া হ্যান্ডিত্র‍্যাফটয়ের সত্ত্বাধিকারী। পাবনা শহরের মেয়ে। রঙ তুলিতে আঁচড় কাটা তার নেশা ও পেশা। শাড়ি, থ্রীপিচ, টুপিচ, ওয়ানপিচ, বেডকভার, ফতুয়া, পাঞ্জাবিসহ বিভিন্ন ডিজাইনের রংতুলিতে হ্যান্ডপেইন্ট, ব্লক-বাটিকসহ রঙের যাবতীয় পোশাক তৈরিতে দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আজ থেকে চার বছর আগে ১৫০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। বর্তমানে প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা আয় করেন। পাবনা শহরে তার একটি কারখানা ও শোরুম আছে। বিভিন্ন জায়গায় পণ্য মেলায় অংশগ্রহণ করেন এবং পাশাপাশি অনলাইনে পণ্য বিক্রয় করেন

কিছুদিন আগে অনলাইনে ব্যবসা শুরু করেন। নারী পুরুষ ও শিশুদের বিভিন্ন ধরনের তৈরি পোশাক, অরনামেন্স, জুয়েলারি জিনিস বিক্রয় করে থাকেন।ফারহানা স্বপ্ন দেখেন পাবনা তথা বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা হওয়ার। নতুন উদ্যোক্তা হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। সবার দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ তার স্বপ্নের বাস্তবায়ন হবে।

দেশদর্পণ/এসজে