জনতার হাতে আটক মেছো বাঘ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় জনতার হাতে আটক হল মেছো বাঘের ছানা। এটির বয়স আনুমানিক প্রায় এক বছর হবে।

রোববার সকাল ৯টায় উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর মাঝপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ির বাংলা ঘর থেকে আটক করা হয়।

মেছো মাঘের ছানা আটক হয়েছে এমন সংবাদে এলাকার উৎসুক জনতা দিনভর ওই বাড়িতে ভিড় জমায়।

এদিকে সংবাদ পেয়ে ওইদিন রাত ৮টায় উপজেলা বিট কর্মকর্তা নিথিশ চক্রবর্তী ঘটনাস্থল থেকে মাঘের ছানাটি উদ্ধার করে নিয়ে আসেন।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ৩০ ঘর ভস্মীভূত, প্রশাসনের সহায়তা

এ ব্যাপারে বিটকর্মকর্তা বলেন,বাঘের আকৃতি হলেও এটি মেছো বিড়াল। সাধারণত স্থানীয় লোকালয় থেকে বেরিয়ে এসেছে হাঁস মোরগ ধরে খায়। স্থানীয় হাদা টিলার সংরক্ষিত বনে এটিকে অবমুক্ত করা হবে।

জানা যায়,মৃত আবুল হোসেনের পুত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন নজমুলের বাড়ির বাংলাঘরে রোববার ভোরে মেছো বাঘের এ ছানাটি দরজা খোলা অবস্থায় রুমের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে বাড়িসহ আশপাশ লোকজন ঘটনাস্থলে প্রায় ৩ঘন্টা চেষ্টার পর অত্যন্ত সু-কৌশলে তাকে পিঞ্জিরায় আটক রাখতে সক্ষম হন। বিষয়টি চার দিকে চাউর হলে উৎসুক জনতা ভিড় করেন।

দেশদর্পণ/জেএভি/এসজে