রবিশস‍্য

সবুজ সুখের বাংলাদেশ
মাতৃভূমি মায়ের স্বাধীন দেশ
সুখের মায়া মমতার স্বদেশ
রূপসী সোনার বাংলাদেশ।

দুচোখ ভরে যায় নিমিষেই
মাঠে ঘাটে সোনালী ফসলে
ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা
মেঠো পথে ছুটে যায় স্কুলে।

কৃষকরা কাজ করে মাঠেতে
কৃষাণী ছুটে যায় তার কাছে
গাছের ছায়ায় বসে দুজনে
মনের কথা বলে একসাথে।

এতোটা সুখ নেই কোথাও
দেশের মাটিতে কাজ করে
তৃপ্তি আসে মনের গহীণে
মন হাসে সোনালী ফসলে।

পরম সুখের সঙ্গে দিন কাটে
ছনের ঘরে অনেক সুখ থাকে
হাসিখুশি নিয়ে দিন যায় চলে
মহান আল্লাহ সুখে রাখে।

রবিশস্য সোনার বাংলাদেশ
সবুজের সমারোহ আছে মিশে
ভুলতে পারেননি কেউ স্বদেশকে
বাংলাদেশ মোদের সবার শীর্ষে।

দেশদর্পণ/এফকে/এসজে