ঝিনাইদহে পথ শিশুদের নিয়ে ভিন্ন আয়োজন

ঝিনাইদহ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংঙ্গনে সমাজের পথ শিশুদের নিয়ে এক ভিন্ন আয়োজন করেন, পাপী চোখে ভালোবাসা অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন ঝিনাইদহ, সার্বিক নির্দেশনায় ছিল  Beautiful Jhenaidah ফেসবুক পেজ।

ভালোবাসা দিবসে অপসংস্কৃতি বিপরীতে ৫০ জন পথ শিশুদের মাঝে খাবার ও খেলনা উপহার সামগ্রী বিতরন করেন ।
আরও পড়ুন: ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্ব করে প্রস্তাব পাস

এ সময় উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, পাপী চোখের ভালোবাসা সংগঠনের পরিচালক ইমু চৌধুরী প্রেসক্লাবের সহ-সভাপতি  SA TV জেলা প্রতিনিধি সাংবাদিক ফয়সাল আহমেদ, মনিরুলজ্জামান রাসেল সাংবাদিক, কবি ও লেখক সম্পাদক বেগবতী প্রাকাশ র সুমন শিকদার বিউটিফুল ঝিনাইদহ পেজের প্রাধান উপদেষ্টা মানবতার ফেরিওলা সমাজকর্মী তারেক মাহমুদ জয়, ও পরিচালক জাসিম আল মেরাজ, মাদার তেরেসা সংগঠনের সুরভি ইসলাম, ঝিনাইদহ সততা ফাউন্ডেস এর আরিফা ইয়াসমিন লিম্পা, কে পি বসু ব্লাড ডোনার ক্লাব এর মামুন হুসাইন, ত্রতাল সংগঠনেরসংগঠনের মাহিবি মুন্না, সংগঠনে ইমু চৌধুরি বলেন সংগঠন বন্ধুরা বৃক্ষরোপন রক্তদানসহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন এর করে আসছেন সংগঠনকে সব সময় সহযোগিতা করছেন এনামুল হক, এমরান হোসেন, জেরিন, আখি, অন্তর, আকাশ, উৎস, সুরাইয়া রিয়াদুল অপু সহ অন্যান্য সহযোগী বন্ধু ব্যক্তিবর্গ।

দেশদর্পণ/কেএল/এসজে