নৌকা ডুবে ইসকনের ৫ জন নিহত, নিখোঁজ ৩

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি ডিসি বাংলো এলাকা থেকে সুবলং যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। তবে নিহতদের এখনো নাম-পরিচয় জানা যায়নি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, এ পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় হাসপাতালে ৫ জনের মরদেহ আনা হয়েছে।
এদিকে জেলার কাপ্তাই উপজেলার কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) একটি পিকনিক বোট ডুবে গেছে। তাৎক্ষনিকভাবে পিকনিক বোট থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছে।
এরা হলেন, বিনয় (০৫), টুম্পা মজুমদার (৩০) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকা ডুবির ঘটনায় ৩ জন নিখোঁজের খবর জেনেছি। তবে রাঙামাটিতে নিহত কারো নাম-পরিচয় এখনো জানা যায়নি।