শতবর্ষী খেওরের (স্লুইসগেট)সরঞ্জামাদি চুরি: আটক দুই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শনির হাওরে গৌরিপুর জমিদারী আমলের শতবর্ষী খেওরের (স্লুইসগেট) সরঞ্জামাদি চুরি হয়েছে। এঘটনায় পুলিশ দু জনকে আটক করেছে। আটককৃতরা হলো জামালগঞ্জের নয়াহালট গ্রামের ইউসুফের ছেলে ও যুবলীগ নেতা আজাদ মিয়ার ভাতিজা মেহেরু ও চানপুর গ্রামের সেলিম মিয়া।
এখন খেওরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ খেওরের লোহাসামগ্রী যারা লুটপাট করেছে তারা দেশ, জাতি ও ঐতিহ্যের শত্রু বলেও তিনি জানান হাওরবাসী।
বুধবার দিবাগত রাতে চুরি হওয়া লোহাসামগ্রীর ওজন ৫মেট্রিক টন হবে আর এই চুরির সাথে জরিত থাকার অভিযোগ উঠেছে হাওরের বাঁধের কাজে নিয়োজিত পিআইসির লোকজনের বিরুদ্ধে।
জানাযায়,শনির হাওরে অবস্থিত গৌরিপুর জমিদারী আমলের শতবর্ষী খেওরটি ছিল হাওরের বিশাল ঐতিহ্য। বাইরের অনেক লোকজন এটি দেখতে আসতেন। গৌরিপুর জমিদার কর্তৃক নির্মিত শনির হাওরের খেওরের লোহার ঢালাগুলো কার্তিক মাস এলে হাতি দিয়ে তুলে দেয়া হতো হাওরের পানি নিস্কাশনের জন্য। আবার ফাল্গুন মাসে এলে খেওরের ঢালাগুলো নামানো হতো যাতে নদীর পানি হাওরে প্রবেশ করতে না পারে। ২০১০ সালে ভারতের গৌতমঘোষ পরিচালিত মনের মানুষ ছবিতে শনির হাওর খেওরের দৃশ্য ছিল।
আরও জানা যায়, শনির হাওরে বাঁধের কাজে নিয়োজিত পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি)’র সভাপতি বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের ইউপি সদস্য দ্বীন ইসলামের প্রকল্প কাজে নিয়োজিত এসকেভেটরের চালক জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের সেলিম মিয়া বুধবার দিবাগত রাতে এসকেভেটর দিয়ে খেওরের যাবতীয় লোহা সামগ্রী ভেঙ্গে নিয়ে যায়। ভেঙ্গে নিয়ে যাওয়া লোহাসামগ্রী সেলিম মিয়া মাটির নীচে খেওরের পাশে এক জায়গায় পুতে রেখেছে।
শনির হাওরের শতবর্ষী খেওরের (বর্তমানে স্লুইসগেট নামে পরিচিত) যাবতীয় ইস্পাত লোহা সামগ্রী চুরির বিষয়ে খেওরের পাশেই একটি জলমহালের ইজারাদার তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন,বৃহস্পতিবার সকাল থেকেই জলমহালের পাহারাদার দিয়ে লুণ্ঠিত হওয়া লোহা সামগ্রীর খোঁজ খবর নেন তিনি। লুণ্ঠিত লৌহসামগ্রীর সন্ধান পেয়েছেন বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্ত সেলিম মিয়ার সাথে (০১৭৮৩১৮৫৭১১)মোবাইলে বারবার কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বিষয়টি আমাকে জানিয়েছেন। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, লালুরগোয়ালা থেকে কিছুদিন আগে স্টিলের খাম্বা চুরি গেছে। আমরা এ ঘটনায় আইন শৃঙ্খলাবাহিনীকে ব্যবস্থা নিতে বলেছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান দুজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।